কেশরাজ বা কালোকেশীর অনেক গুণ ও উপকারিতা

কেশরাজ বা কালোকেশীর অনেক গুণ ও উপকারিতা জানতে চান? কেশরাজ বা কালোকেশী গুল্ম জাতীয় উদ্ভিদ এই উদ্ভিদ মানুষের অনেক উপকারে লাগে। সাধারণত আমাদের বাড়ির আশেপাশে এই জাতীয় উদ্ভিদ সচারাচর দেখতে পাওয়া যায়।

কেশরাজ বা কালোকেশীর অনেক গুণ ও উপকারিতা
মানুষ জন্মগতভাবে সুন্দরের পিপাসু। প্রতিটা মানুষই তাকে সুন্দরভাবে উপস্থাপন করার মাধ্যমে নিজেকে সু প্রতিষ্ঠিত করতে চাই। কালো কেশী কি সুন্দর দিক আছে তা আপনাদের মাঝে উপস্থাপন করব। 

পেজ সূচিপত্রঃ 

চুল পড়া রোধে কালোকেশীর ব্যাবহার

আমরা সাধারণত সুন্দরের পিপাসু এই কারণে নিজের সৌন্দর্য বৃদ্ধি করার ক্ষেত্রে কারো সঙ্গে আপোষ করি না। কালো কেশির অনেক ঔষধি গুণ সমৃদ্ধ হয়ে থাকে। এর পাতা গাড়ো সবুজ রঙের হয়। এই পাতা থেকে এক প্রকারের রস মিশ্রিত হয়। এই রস আপনার চুলের গোড়ায় নিয়মিতভাবে ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে। এবং চুলের সৌন্দর্য বৃদ্ধি পাবে ।এই কালকেশী বা কেশরাজ গাছ সাধারণত ২০ থেকে ২৫ ফিট পর্যন্ত লতানো হয়ে থাকে।

এর পাতার দৈর্ঘ্য এবং প্রস্থ দেড় ইঞ্চি থেকে 2 ইঞ্চি এবং শাখা গুলোতে দুই তিনটি সাদা রংয়ের ফুল দেখতে পাওয়া যায়। এই ফুলের ভিতর বীজের খোসা সাধারণত শুকনো মাটির মতো দেখায়।খোসার ভিতরে কালো রংয়ের অসংখ্য বিজ থাকে ফল থেকে বীজ পড়ে পুনরায় চারা গাছ জন্মে। এই কালকেশি গুল্ম জাতীয় উদ্ভিদের মধ্যে স্টোর অল ইউ ডে লোনাক্তন ইউটিউব গ্লাইকোসাইড টিচার পেন গ্লাইকোসাইড এবং হাইটেস্ট বন বিদ্যমান থাকে। 

ফলে এই গাছের পাতা থেকে চুলের পরিচর্যা সহ নানাবিধ ঔষধি গুণে সমৃদ্ধ যা মানব সেবায় খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখে। প্রাগৈতিহাসিক যুগে মানুষ এই কালোকেশীর ব্যবহার করে মানব সেবায় খুবই গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বর্তমানেও এর ঔষধি গুণ যথেষ্ট পরিমাণ বিদ্যমান। 

ক্যান্সারের কোষগুলি মেরে ফেলতে কালোকেশীর ব্যাবহার

ক্যান্সার বা কর্কট রোগ হচ্ছে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন রোগের সমষ্টিকে বোঝাই। বিশ্বে ২০০ প্রজাতির বেশি ক্যান্সার রয়েছে কালকেশীর পাতা গাছ থেকে তুলে ভালোভাবে পরিষ্কার পানিতে ধুয়ে নিন তারপর সেটাকে পাতায় থেতা করে প্রতিদিন সকালে ও রাত্রিতে মধুর সাথে সেবন করলে ক্যান্সারের কোষগুলি নিষ্ক্রিয় করে দেয়। যাদের শরীরে কোন ক্লোন ক্যান্সার তৈরি আছে তারা প্রত্যহ এই কালোকেশীর পাতা তুলে পরিষ্কার পানিতে ধুয়ে নিয়ে পাটায় থেতা করবেন।

নিয়মিত সকালে ও বিকালে সেবন করলে ক্লোন ক্যান্সার থেকে মুক্তি পাওয়া যায়। কালোকেশী বা কেশরাজ ঔষধি গুণ সমৃদ্ধ গুল্ম জাতীয় উদ্ভিদ। আমাদের দেশের গ্রাম্য হাকিমগণ এই গাছের উপকারী দিক হিসেবে বহুদিন যাবত আয়ুর্বেদিও ঔষধ হিসাবে এজাতীয় উদ্ভিদকে কবিরাজি চিকিৎসায় ব্যবহার করে যাচ্ছেন। এতে অনেকে দাবি করেছেন তখন থেকে তারা উপকার পেয়ে আসছেন।

কালোকেশীর ব্যাবহারে স্নায়ুতন্ত্র সুরক্ষা করে 

মানব মস্তিষ্ক স্নায়ুতন্ত্রের কেন্দ্রীয় অংশ মস্তিষ্ক মানব শরীরের সকল কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে থাকে। কালকেশী বা কেশরাজ প্রত্যহ সেবনে মানব স্নায়ুতন্ত্রের কেন্দ্রীয় অংশ যা শক্তিশালী হিসেবে গড়ে তোলে, প্রত্যহ এই কেশরাজ বা কালোকেশী পাতা পরিষ্কার পানিতে ধুয়ে নিয়ে পাটায় নেতা করে এক চা চামচ রস সমপরিমাণ মধুর সাথে মিশিয়ে সকাল বিকাল নিয়মিত সেবন করলে স্নায়ুতন্ত্রের উন্নতি ঘটে থাকে। মস্তিষ্ক তার কাজ হচ্ছে সংজ্ঞাবহ স্নায়ুতন্ত্র বা জ্ঞানেন্দ্রিয়গুলি থেকে তথ্য সংগ্রহ করে।
কেশরাজ বা কালোকেশীর অনেক গুণ ও উপকারিতা
সেগুলি প্রক্রিয়াজাত করে মানবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সেই কি জাতীয় তথ্য প্রবাহ পাঠাবে তা মানব মস্তিষ্ক নির্দেশ প্রদান করে থাকে এভাবে স্নায়বিক শক্তিতে রূপান্তরিত করে মস্তিষ্কে শক্তিকে সমৃদ্ধি ও সুরক্ষা করে থাকে। আপনি যদি কালকেশী অথবা কেশরাজ এর পাতা তুলে পরিষ্কার পানিতে পরিষ্কার করে নিয়ে পাতায় থেতা করে যে রস মিশ্রিত হবে তা এক চা চামচ সমপরিমাণ নিয়ে তার সঙ্গে এক চা চামচ সমপরিমাণ মধু মিশিয়ে সেবন করবেন। আপনার স্নাইবিক যে দুর্বলতা এই দুর্বলতা থেকে আপনি মুক্তি পেতে পারেন। 

কেটে গেলে রক্ত পড়া বন্ধ করতে কালোকেশীর ব্যাবহার

কোন দুর্ঘটনা অথবা কোন ধারালো অস্ত্র আপনার শরীরের যে কোন অংশে যদি কেটে যায় তাহলে কেশরাজ বা কালো মেঘ বা কালো কৃষি পাতা তুলে পরিষ্কার পানিতে ধুয়ে নিন পরিষ্কার পানিতে ধুয়ে নেওয়ার পর পাতা গুলি একটি পাটায় বেটে নিন বেটে নিয়ে আপনার ক্ষতস্থানে আলতো ভাবে লাগিয়ে দিন এতে করে আপনার ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। অপরদিকে শরীরের কোন জায়গায় যদি ফাঙ্গাস অথবা কোন জাতীয় পচড়া বা দাঁদ জাতীয় কোন চর্মরোগ দেখা দিয়ে থাকে। 

তাহলে কালো মেঘ পাতা তুলে নিয়ে পরিষ্কার পানিতে ধুয়ে নিয়ে পাটায় বেঁটে ফাঙ্গাস জাতীয় যে চর্মরোগ সে চর্মরোগের স্থানে ব্যবহার করলে আপনার অচিরেই চর্ম রোগ দূর হয়ে যাবে। আবার অনেকের শরীরে বিভিন্ন দাগ অথবা কোন ঘা জাতীয় বা পচড়া জাতীয় যদি কোন ইনফেকশন থেকে থাকে তাহলে কালোমেঘ বা কেশরাজ পাতা তুলে তা পরিষ্কার পানিতে ধুয়ে নিয়ে পাটায় বেটে আপনি শরীরের যে অংশে দাগ অথবা ফাঙ্গাস বা চুলকানি সেখানে ব্যবহার করলে নিমিষেই আপনার চর্ম রোগ থেকে মুক্তি পাবেন। 

ডায়াবেটিস নিয়ন্ত্রণে কালোকেশীর ব্যাবহার

আমাদের অনেকেরই পরিবারের অনেক সদস্যই ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে নিয়মিত চিকিৎসা করে আসছেন। কালোকেশি বা কেশরাজ বা কালো মেঘ জাতীয় পাতা প্রতিদিন সকালে তুলে পাতায় বেটে তার থেকে রস সংগ্রহ করতে পারেন।প্রতিদিন সকালে এক চা চামচ কালোকেশী পাতার রসের সঙ্গে সামান্য পরিমাণ মধু মিশিয়ে সেবন করা যায়। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে প্রতিদিন নিয়মিত দুই চা চামচ করে কেশরাজ বা কালোকেশীর রস সেবন করেন।

তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। কেশরাজের রস ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখে ও গ্লাইকো সাইলটন কমায় রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াই রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণ করে। একজন ব্যক্তি নিয়মিত কেশরাজের রস দুই চা চামচ সমপরিমাণ প্রতিদিন সেবন করলে তার ডায়াবেটিক্স সবসময়ই নিয়ন্ত্রণে থাকবে যা সম্প্রতি এক গবেষণায় প্রমাণিত হয়েছে।

কালোকেশীর ব্যাবহারে লিভার সুরক্ষা

কালোকেশি বা কেশরাজ এমন একটি ঔষধি গুনসম্পন্ন গুল্ম জাতীয় উদ্ভিদ যা প্রতিনিয়ত সেবনের মাধ্যমে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে অপরদিকে সে লিভারের কার্যকারী ক্ষমতা সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে। একজন ব্যক্তি যদি প্রতিদিন এক চা চামচ সমপরিমাণ কালোকেশী বা কেশরাজের মিশ্রিত রস আধা কাপ পানির সাথে মিশিয়ে খেলে লিভারকে সুসংগঠিত করে অপরদিকে শরীরের কৃমি নাশক হিসেবেও কাজ করে থাকে।

গবেষণায় দেখা গেছে যে কালো কৃষি বা কেশরাজ এমনই ঔষধি গুন সম্পূর্ণ যা মানুষের কৃমির প্রতিরোধে ঔষধি গুণ হিসেবে দীর্ঘ সময় যাবত কাজ করে আসছে এর মাধ্যমে সাধারণত আমাদের ক্রিমিনাশক হিসেবে বহুল প্রচলিত হয়ে আসছে।

মাথার ব্যথা নিরাময় করতে কালোকেশী  

আমাদের অনেকেরই বিভিন্ন কারণে মাথাব্যথা হয়ে থাকে আবার অনেকের বিভিন্ন সাইনোসাইটিস কারণের জন্য মাথাব্যথা দেখা যায় এ মাথাব্যথা এত তীব্র আকার ধারণ করে যে মানুষ জ্ঞান পর্যন্ত হারিয়ে ফেলে সাধারণত এটাও অনেক সময় ক্রনিক জাতীয় রোগ হিসেবে দেখা দেয়। মাথাব্যথা সূর্যোদয়ের পর অনেকেরই মাথার যন্ত্রণা হয়ে থাকে তারা কেশরাজের রস দুই ফোঁটা নাকের ভেতরে ও কপালে মালিশ করলে ব্যথা দূর হয়।

কালো কৃষি বক্কেশ্বর আজ এমনই ঔষধি গুন সম্পন্ন এক গুল্ম জাতীয় উদ্ভিদ যা মানুষের মাথাব্যথা দূর করতে পারে কারো মাথাব্যথা শুরু হলে নাকের ভিতর দুফোটা কেশরাজর রস ও কপালে মালিশ করে দিলে তার মাথাব্যথা দূর হয়ে যায়। কেশরাজ বা কালোকেশী এমনই ঔষধি গুন সম্পূর্ণ জাতীয় উদ্ভিদ যা আমাদের কারু মাথাব্যথা শুরু হলে তার মাথাব্যথা সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ হয়ে যায় এর এমনি ঔষধি গুন সম্পূর্ণ একটি ঔষধি বৃক্ষ গুল্ম জাতীয় উদ্ভিদ যা মানব শরীরের জন্য অনেক উপকারে আসে। 

মশার লার্ভা প্রসারণ নিয়ন্ত্রণ করতে কালোকেশী 

কালোকেশী বা কেশরাজ এমনই একটি ঔষধি বৃক্ষ যা মশার লার্ভা সম্প্রসারণে নিয়ন্ত্রণে কাজ করে থাকে মশা নিয়ন্ত্রণের জন্য দুই চা চামচ কালোকেশী বা কেশরাজের রস সংগ্রহ করে ৫০০ এম এল পানির সঙ্গে মিশিয়ে বাড়ি বা তার আশেপাশে অথবা গড়ের ভিতর স্প্রে করলে মশা দূর হয়ে যায়। মশার উপদ্রব থেকে রক্ষা পেতে কালো কৃষি বা কেশরাদের কিছু পাতা উঠিয়ে নিন সেটা পাঠাতে থেকা করে দুই চা চামচ সমপরিমাণ কেশরাজ বা কালোকেশী উদ্ভিদ থেকে পাতা তুলে পরিষ্কার করুন।
কেশরাজ বা কালোকেশীর অনেক গুণ ও উপকারিতা
পানিতে ধুয়ে পাটায় থেতা করে দুই চা চামচ সমপরিমাণ রস 500ml পানির সঙ্গে মিশিয়ে স্প্রে করুন। এই কেশোরাজ বা কালোকেশী গাছের কিছু পাতা উঠিয়ে নিন এবং পাতা থেকে পাতায় বেটে তা থেকে দুই চা চামচ সমপরিমাণ কালোকেশি বা কেশরাদের রস সংগ্রহ করে একটি বোতলে ৫০০ এমএল পানির সঙ্গে মিশিয়ে আপনার বাড়ি অথবা বাড়ির আশেপাশে স্প্রে করলে আপনি মশার উপদ্রব থেকে রক্ষা পেতে পারেন। 

আমাদের শেষ কথা 

আমরা এতক্ষনে কালোকেশী বা কেশরাজ এই ঔষধি গুন সমৃদ্ধ গুল্ম জাতীয় উদ্ভিদের পাতার ঔষধি গুন সম্পর্কে বিভিন্ন নিরীক্ষা মূলক তথ্য আপনাদের সামনে উপস্থাপন করলাম। বিভিন্ন তথ্য উপাত্ত ও গবেষণা দ্বারা প্রমাণিত কেশরাজ বা কালোকেশী এমনই একটি গুল্ম জাতীয় উদ্ভিদ যা থেকে ঔষধি বৃক্ষ হিসেবে সমাধিক প্রতিষ্ঠিত।আপনার শরীরের যে কোনো সমস্যা সমাধানের জন্য এ পাতার ঔষধি গুণ সমাধিক ভাবে প্রতিষ্ঠিত। নিয়মিত পরিমিত এবং ক্রমাগত সেবনের মাধ্যমে আপনার শারীরিক সক্ষমতা দিনের পর দিন বৃদ্ধি পেতে থাকবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

পেন এন্ড পেপার আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url