সাপ তাড়ানোর ভেষজ পদ্ধতি

সাপ একটি সরিসৃপ জাতীয় ভয়ংকর প্রাণী।  প্রাকৃতিকভাবে বাংলাদেশে  অনেক বিষধর সাপ দেখতে পাওয়া যায়। বর্তমানে চন্দ্রবোরা নামে এক ভয়ংকর বিষধর সাপের অস্তিত্ব বাংলাদেশের সর্বত্র অবলোকন করা যাচ্ছে। বিগত বছর অর্থাৎ ২০২৩ সালে বন্যায় ভারত থেকে বাংলাদেশে এ  সাপের অস্তিত্ব সর্বত্র বিরাজমান তা লক্ষ করা যাচ্ছে।

সাপ তাড়ানোর ভেষজ পদ্ধতিবর্তমানে ২০২৪ সালে বাংলাদেশের বরেন্দ্র এলাকায় ধান কাটার মৌসুমে এ সাপের দংশনে অনেক কৃষকের মৃত্যুও ঘটেছে। এ সাপ গুলো এতই ভয়ংকর যে এর ছোবলে মানুষের মৃত্যু নিশ্চিত হয়ে যায়। অপরদিকে মৃত্যু থেকে কোনো রকমে বেঁচে গেলেও দংশিত মানুষটির স্নায়বিক অনেক রোগ যেমন কিডনি হার্ট লিবার পর্যন্ত নষ্ট হয়ে যায় এবং ধীরে ধীরে মৃত্যু নিশ্চিত হয়ে পড়ে। প্রাকৃতিক ভাবে ভেষজ উদ্ভিদ লাগিয়ে কিভাবে আপনার বসত বাড়ি নিরাপদ রাখবেন সে বিষয়ে আলোচনা করব।

পেজ সূচিপত্র 

  • রসুনের গাছ লাগিয়ে সাপ তাড়ান
  • পিয়াজ গাছ লাগিয়ে সাপ তাড়ান
  • স্নেক প্ল্যান্টের গাছ লাগিয়ে সাপ তাড়ান
  • রোজমেরি গাছ লাগিয়ে সাপ তাড়ান
  • লভেন্ডার গাছ লাগিয়ে সাপ তাড়ান
  • পুদিনা গাছ লাগিয়ে সাপ তাড়ান
  • ইউক্যালিপটাস গাছ লাগিয়ে সাপ তাড়ান
  • তুলসী গাছ লাগিয়ে সাপ তাড়ান
  • আমাদের শেষ কথা
  • লেমন গ্রাস গাছ লাগিয়ে সাপ তাড়ান 

    লেমন গ্রাস ঘাস যেটা আমাদের দেশে বিভিন্ন স্থানে দেখতে পাওয়া যায়। এ ঘাস গুলি বিভিন্ন চাইনিজ রেস্টরেন্টে থাই সুপেয় সাথে ব্যবহার সহ বিভিন চাইনিজ রেস্টরেন্টে ব্যবহার  হয়ে থাকে। বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে এ লেমন গ্রাসের ব্যবহার করে থাকে।  এ  গ্রাস গুলি বিভিন্ন খাবার-দাবারেও পরিবেশন করা হয়ে থাকে। অনেকের কাছে এ গ্রাসের সুগন্ধি যেমন অত্যন্ত জনপ্রিয়  অপরদিকে এর ঝাঁঝালো গন্ধ সাপের জন্য মহা বিপদজনক হয়ে থাকে। 

    আপনি যদি এই লেমোন গ্রাস ঘাস গুলি আপনার বাড়িতে অথবা বাড়ির পার্শ্ববর্তী স্থানে রোপন করে থাকেন তবে আপনার বাড়ি সাপ জাতীয় প্রাণী থেকে রক্ষা পাবে। অপর দিকে বিভিন্ন রেস্টরেন্টে গুলিতে সরবরাহ করে একদিকে যেমন আপনার অর্থনৈতিক অবস্থার উন্নতি অপরদিকে তেমন আপনার বাড়িতে পোকামাকড় এবং সাপ বালাই থেকে আপনি রক্ষা করতে পারবেন। 

    এই গ্রাসগুলি সাধারণত সাপের মতোই লম্বা হয়ে থাকে এবং লম্বা হওয়ার কারণের জন্য এ আপনার বাড়িতে নিরাপত্তা দিতে সক্ষম হবে। এ জাতীয় গ্রাস সাধারণত চাইনিজ রেস্টরেন্টে বেশি ব্যবহার হয়ে থাকে ।আপনি এই গ্রাস গুলি বিক্রি করেও অর্থনৈতিক লাভবান হতে পারবেন। অপরদিকে আপনার বাড়ির পরিবেশ সুরক্ষা ও সরীসৃপ জাতীয় যেকোন প্রাণীর আক্রমণ থেকে আপনার পরিবারকে রক্ষা করতে পারবেন।।

    গাঁদা ফুলের গাছ লাগিয়ে সাপ তাড়ান

    আমরা সচরাচর লক্ষ্য করেছি যে গাঁদা ফুলের গাছ লাগিয়ে বিভিন্ন কীটনাশক তৈরীর ব্যবস্থা বাংলাদেশে প্রচলিত।  গাঁদা গাছের পাতার রস করে বিভিন্ন বালাইনাশক এবং কীটনাশক হিসেবে ব্যবহার করে বিভিন্ন পোকা মাকড় দমন করা হয়ে থাকে। এটা প্রাকৃতিক কীটনাশক এবং বালাইনাশক হিসেবেও সমাধিক প্রচলিত। এই গাঁদা ফুলের পাতা থেকে যে নির্যাস মিশ্রিত হয় সেই নির্যাস গুলি বানায় নাশক হিসেবে আমাদের দেশে ব্যবহৃত হয়ে থাকে।

    এটা মানব  শরীরের উপরে কোন প্রভাব বা প্রতিক্রিয়  বা তার কোন প্রভাব পড়ে না। এজাতীয় গাছের পাতার বিষ সংরক্ষণ করে বালাইনাশক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এই গাছগুলি থাকার কারণে এটার  উপরে কোন প্রভাব বিস্তার করতে পারেনা। অন্যদিকে বিভিন্ন বিষ প্রয়োগ করে মানুষের শরীরের উপরে এর বিশেষ প্রতিক্রিয়া প্রভাব পড়ে ।আমরা যদি সচেতনতার মাধ্যমে প্রাকৃতিক ভেষজ পদ্ধতির মাধ্যমে বালাইনাশক হিসেবে ব্যবহার করি তাহলে মানব শরীরে এর প্রভাব তেমন কোন কিছুই পড়ে না। 

    আপনি যদি আপনার বাড়ির চারিপাশে উঠানে অথবা বাড়ির প্রবেশ মুখে গাঁদা ফুলের গাছ লাগিয়ে সৌন্দর্য বৃদ্ধি সহ পারিবারিক সৌন্দর্য বিকাশে এ গাছ গুলো রোপন করে থাকেন তবে পোকামাকড় বালাইনাশক এবং সাপের উপদ্রব থেকে আপনার পড়সি অথবা নিকটতম এলাকার প্রতিবেশীকেও আপনি এ জাতীয় সরীসৃপ থেকে রক্ষা করতে পারবেন। অপরদিকে আপনি ও আপনার পরিবারকে এ জাতীয়  সরীসৃপ থেকে নির্বিঘ্নে রক্ষা করতে পারবেন।


    আরো পড়ুনঃ নিম গাছের বহুবিধ ঔষধি গুন - নিম গাছের উপকারিতা

    রসুনের গাছ লাগিয়ে সাপ তাড়ান

    আপনার বাড়ির আশেপাশে যে ফাঁকা জায়গাটি পড়ে আছে তা ব্যবহার উপযোগী করে পর্যাপ্ত পরিমাণ রসুনের গাছ লাগিয়ে আপনিও আপনার বাস স্থানকে সাপের উপদ্রব থেকে রক্ষা করতে পারেন। রসুন গাছের ঝাঁঝালো গন্ধ আপনার বাড়িকে বিভিন্ন জাতীয় সরীসৃপ প্রাণী থেকে আপনার বাড়িতে রক্ষা করতে পারবেন। 

    বাড়ির আশেপাশে পর্যাপ্ত পরিমাণ রসুনের গাছ লাগিয়ে একদিকে যেমন আপনার বাড়িকে সাপ অথবা বিভিন্ন প্রজাতির সরীসৃপ  প্রাণী থেকে রক্ষা করবেন অপরদিকে আপনার রসুনের উৎপাদন করে আপনার পরিবারের চাহিদা পূরন করেও আপনি বাজারে বিক্রি করে সেখান থেকে অর্থনৈতির স্বচ্ছলতা অর্জন করতে পারবেন। 

    রসুন গাছ লাগিয়ে পরিবেশের যেমন ভারসাম্য রক্ষা হবে অপরদিকে আপনি এই গাছ থেকে বিভিন্ন পোকামাকড় এবং সাপ জাতীয় প্রাণী রক্ষা করতে পারবেন। রসুনের ঝাঁঝালো গন্ধ সরীসৃপ জাতীয় প্রাণীর জন্য খুবই ভয়াবহ। যার কারণে বিভিন্ন  সাপ জাতীয় এবং বিভিন্ন  পোকামাকড় থেকে আপনার বাড়ির পরিবেশকে রক্ষা করতে পারবেন। 

    সাপ তাড়ানোর ভেষজ পদ্ধতি

    পিয়াজের গাছ লাগিয়ে সাপ তাড়ান

    আমরা জানি পিয়াজ একটি সবজি জাতীয় উদ্ভিদ। এটা আমাদের পরিবারের প্রতিদিনের সবজির তালিকা হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। আপনি আপনার বাড়ির আশেপাশে যে খোলা জায়গা যা অব্যবহৃত অবস্থায় পড়ে আছে সেখানে এ জাতীয়  ফসলের আবাদ করতে পারেন।

    পিঁয়াজ লাগিয়ে যেমন আপনার অর্থনৈতিক স্বচ্ছলতা চলে আসবে অপরদিকে আপনার পরিবারের সবজির তালিকায় হিসেবে পিয়াজ সমাধিক ব্যবহৃত হবে। এটা একটা অর্থনৈতিক শক্তি হিসেবে আপনার পরিবারের সচলতা ফিরিয়ে দেবে। 

    আপনি যদি আপনার বাড়ির আশেপাশে পিয়াজ এর গাছ লাগান এবং তা পরিচর্যা করেন তবে আপনার বাড়িতে যে কোন পোকামাকড় অথবা সাপ জাতীয় প্রাণী আপনার বাড়িতে অনুপ্রবেশ করতে পারবে না। এটার ঝাঁঝালো গন্ধ সাপের জন্য অত্যন্ত মারাত্মক বলে বিবেচিত।

    স্নেক প্ল্যান্টের গাছ লাগিয়ে সাপ তাড়ান

    বর্তমানে বাংলাদেশে বিভিন্ন সাপের উপদ্রব লক্ষ্য করা যাচ্ছে। চন্দ্রবোরা নামক একপ্রকার ভয়ংকর সাপের আক্রমণে বাংলাদেশে ধানকাটা শ্রমিকদের মধ্যে বিশাল আতঙ্ক বিরাজ করছে। এই জাতীয় সমস্যার কারণে বাংলাদেশে বর্তমানে ধান কাটার লেবারের সংখ্যা পর্যায়ক্রমে কমে আসছে। 

    আপনি যদি আপনার ধানের জমির আইলে যদি এই জাতীয় স্নেক প্ল্যান্টের গাছ রোপন করতে পারেন তাহলে আপনার জমি যেমন একদিক থেকে সরীসৃপ জাতীয় প্রাণীর অনুপ্রবেশ রক্ষা করতে পারবেন। এই গাছগুলি বাংলাদেশের সমাধিক প্রচলিত। 

    স্নেক প্লেন্ট জাতীয় গাছ অনেকটা লম্বাটে হয়ে থাকে এই জন্য আপনার জমিতে এটা ফ্রেঞ্চিং হিসেবে ব্যবহৃর করে থাকতে পারবেন। যেকোনো ছাগল বা গরু আপনার জমি কে নিরাপদে রাখবে এবং আপনিও সরীসৃপ জাতীয় প্রাণী থেকে আপনার জমিকে রক্ষা করতে পারবেন। 

    আরো পড়ুনঃ কিভাবে কম পুজিতে ৬টি লাভজনক ব্যবসা করবেন

    রোজমেরি গাছ লাগিয়ে সাপ তাড়ান

    রোজ মেরি গাছ সাপ তাড়ানোর একটি মাধ্যম সেখানে সাপের খুব আনাগোনা লক্ষ্য করা যায় না। আমরা যদি আমাদের বাড়ির আশেপাশে রোজমেরি গাছ লাগিয়ে ফিনচিং এর কাজ করতে পারি তাহলে আপনার বাড়ি সরিসৃপ জাতীয় প্রাণী থেকে আপনার পরিবারকে রক্ষা করবে। 

    আমরা জানি রোজমেরি গাছ আকার এবং আয়তনে অনেক বড় হয়ে থাকে। এই গাছগুলি আপনার বাড়ির আশেপাশের পরিবেশকে রক্ষা করবে সেই সঙ্গে আপনার বাড়ির জ্বালানি কাঠ হিসেবেও সমাধিক ব্যবহৃত হবে। সেই সঙ্গে আপনার বাড়ির আশে পাশের পরিবেশকে সুন্দর করে গড়ে তুলবে। 

    আমরা এও জানি যে রোজমেরি গাছ গুলো আকার এবং আয়তনে অন্যান্য গাছের সমান যেটা জ্বালানি কাঠ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।। আপনার জ্বালানি হিসেবে সাশ্রয় করে আপনার অর্থনৈতিক সমৃদ্ধি বয়ে আনবে। সেই সঙ্গে আপনার বাড়িতে পোকামাকড় বা সরীসৃপ জাতীয় প্রাণী থেকে আপনার পরিবেশকে রক্ষা করবে। 

    লেভেন্ডার গাছ লাগিয়ে সাপ তাড়ান

    লেভেন্ডার জাতীয় গাছগুলি অনেকটা আড়ল গাছের মতো হয়ে থাকে এ গাছগুলি লম্বাটে  হওয়ার কারনে এর জন্য এটা অনেকটা আড়ল গাছের মতো দেখতে দেখায় এই জাতীয় গাছগুলি যদি আপনার বাড়ির চারিদিকে আপনি রোপন করতে পারেন তবে আপনি আপনার পরিবারের জন্য  সরীসৃপ জাতীয় প্রাণী থেকে আপনাকে রক্ষা করতে পারবেন। 

    আড়ল গাছের মতো হওয়ার কারন এর জন্য এগুলি বাড়িতে বেড়া হিসেবে ব্যবহৃত হয়ে থাকে এবং পরবর্তীতে এ গাছগুলি জ্বালানি কাঠ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে । গাছগুলি দেখতে অনেকটা লম্বাটে এবং ঝাঁকড়া হওয়ার কারণে আপনার বাড়ির পরিবেশকে রক্ষা করবে। 

    বসত বাড়ির আশেপাশে এই গাছগুলি যেমন আপনার পরিবেশের ভারসাম্য রক্ষা করবে অপরদিকে এই গাছগুলি পরবর্তীতে শুকনা হওয়ার পরে আপনার বাড়িতে জ্বালানি হিসেবে ব্যবহার হবে । এই গাছগুলি যতক্ষণ পর্যন্ত আপনার বাড়ির আশেপাশে রোপন করা থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি সাপ পোকা মাকড় থেকে আপনার বাড়িতে রক্ষা করতে পারবেন। 

    পুদিনা গাছ লাগিয়ে সাপ তাড়ান

    পুদিনা গাছ আমাদের দেশে সমাধিক প্রচলিত এই পুদিনা গাছের পাতা সাধারণত আমরা সালাত হিসাবে বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্টে  ব্যবহার করে থাকে । এটির বাজার মূল্য অত্যাধিক হাওয়ায় এর গুণগত মান অত্যন্ত ভালো মানের হওয়ায় চাইনিজ রেস্টুরেন্ট গুলো এর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। 

    পুদিনা গাছগুলি আয়তনে এবং আকারে অনেক ছোট হওয়ায় আপনি এটা যে কোনো সময় বাজারজাত করনের জন্য আপনার পক্ষে অনেক উপযোগী হিসেবে গড়ে তুলবে। এই পুদিনা পাতা এতই সমাধিক প্রচলিত যে বাংলাদেশের যে কোনো চাইনিজ রেস্টুরেন্টে এটার ব্যবহার সচারাচর লক্ষ্য করা যায় ।

    আপনি যদি আপনার বাড়ির আশেপাশে ফাঁকা জায়গায় এ গাছ গুলি রোপন করতে পারেন তবে আপনার বাড়ি সরিসৃপ জাতীয় বা সাপ জাতীয় প্রাণী থেকে আপনার পরিবেশকে রক্ষা করতে পারবেন। অপরদিকে আপনি এগুলি বাজারে বিক্রি করে অর্থনৈতিক লাভবান হতে পারবেন এটাই আমার উপদেশ । 

    ইউক্যালিপার্স গাছ লাগিয়ে সাপ তাড়ান

    সাধারণত ইউক্যালিপার্স গাছ লম্বা প্রকৃতির হয়ে থাকে এটা সাধারণত সৌখিন গাছ হিসেবেও বেশ ব্যবহৃত হয়ে থাকে। আমরা দেখেছি শোভা বর্ধনকারী এই গাছগুলো বিভিন্ন প্রতিষ্ঠানে লাগানো হয়ে থাকে। যা আপনার বাড়িতে সৌন্দর্য বর্ধনের জন্য এই গাছগুলো লাগাতে পারেন ।

    সচারচর রাস্তার দুই দিকে এই জাতীয় গাছগুলি সোভা বর্ধন করে থাকে আমরা বিভিন্ন প্রতিষ্ঠান এবং স্কুল কলেজে এই গাছগুলো লক্ষ্য করে থাকি যা শোভা বর্ধনের কাজ হিসেবে বিবেচিত হয়ে থাকে। এর কাঠ গুলিও আসবাবপত্র হিসেবে বহুল  ব্যবহৃত হয়ে থাকে।

    আপনি যদি আপনার বাড়ির চারিদিকে এই ইউক্যালিডটাস গাছ লাগাতে পারেন তবে আপনার বাড়ির শোভা বর্ধনের কাজ সহ বিভিন্ন সরীসৃপ জাতীয় প্রাণীর আক্রমণ থেকে আপনার বাড়িকে আপনি স্বাচ্ছন্দে রাখতে পারবেন। অপরদিকে এ জাতীয় গাছের কাঠ বিক্রি করে আপনার  পরিবারের অর্থনৈতিক অবস্থার সচলতা ফিরিয়ে আনতে পরবেন। 

    সাপ তাড়ানোর ভেষজ পদ্ধতি

    তুলসী গাছ লাগিয়ে সাপ তাড়ান

    তুলসী গাছ সাধারণত আমাদের দেশে ঔষধি গাছ হিসেবে বেশি ব্যবহৃত হয়ে থাকে। কাশির জন্য এই গাছের পাতার রস মধু দিয়ে খেলে কাশি নিরাময় হয়ে থাকে। অপরদিকে এই গাছের অনেক গুণ থাকার কারণে প্রতি বাড়িতে এ জাতীয় গাছ লক্ষণীয়। 

    আপনি যদি আপনার বাড়ির আশেপাশে এই তুলসী জাতীয় গাছ রোপণ করতে পারেন তাহলে আপনার বাড়ির ঔষধি গাছ হিসেবে বিশেষ ভাবে ব্যবহৃত হবে। অপরদিকে এই জাতীয় গাছের জন্য আপনার বাড়ি বিভিন্ন ধরনের পোকা মাকড় থেকে আপনি রক্ষা করতে পারবেন। 

    তুলসী গাছের ঔষধি গুন থাকার কারনের জন্য আপনি যদি আপনার বাড়ির আশেপাশে এই জাতীয় গাছ লাগিয়ে রাখতে পারেন তাহলে যেকোনো সময় আপনার বাড়িতে সাপের উপদ্রব  অনেকটা কমে যাবে তাতে আপনি আপনার নিরাপত্তা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন।

    আমাদের শেষ কথা 

    এতক্ষণে আমি প্রাকৃতিক পদ্ধতিতে আপনার বাড়িতে কিভাবে সরীসৃপ জাতীয় পোকামাকড় থেকে আপনি রক্ষা করতে পারবেন এ জাতীয় বিভিন্ন গাছের বর্ণনা প্রদান করেছি ।আপনি যদি সত্যি সত্যি আপনার বাড়িকে নিরাপদ এবং নিশ্চিন্ত রাখতে চান তবে এই জাতীয় গাছের বিকল্প আর কোনটা হবে না ।আশা করি আমারা এই জাতীয় উপদেশগুলো নিশ্চন্তে অবলোকন করে প্রচুর পরিমানে ঔষধি গাছ  রোপন করতে পারি তবে বিভিন্ন ধরনের বিষাক্ত পোকামাকড় থেকে আপনার বাড়ি এবং তার আশেপাশের পরিবেশকে সুন্দর এবং সাবলীল করে গড়ে তুলতে পারবে  বলে আমাদের বিশ্বাস।

    এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

    পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
    এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন

    পেন এন্ড পেপার আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

    comment url